ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মেহেরপুরে অস্ত্র মামলায় ইউপি সদস্যের ১০ বছর কারাদণ্ড

জেলা প্রতিনিধি | মেহেরপুর | প্রকাশিত: ০৫:১৭ পিএম, ১৬ জুলাই ২০১৮

মেহেরপুরের গাংনী উপজেলার ইউপি সদস্য সাইদুর রহমান মিলনকে অস্ত্র মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার দুপুরে মেহেরপুরের স্পেশাল ট্রাইব্যুনাল (চতুর্থ) আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত সাইদুর রহমান মিলন উপজেলার চরগোয়াল গ্রামের আব্দুর রহমানের ছেলে। তিনি মটমুড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য।

মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ১৭ ডিসেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মটমুড়া ইউনিয়নের চরগোয়াল গ্রামের ১ নম্বর ওয়ার্ডের সদস্য সাইদুর রহমান মিলনের বাড়িতে অভিযান চালায় পুলিশ।

এ সময় বাড়িতে তল্লাশি চালিয়ে একটি পিস্তল ও ৩ রাউন্ড গুলি উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়। পরে তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা করা হয়। মামলার প্রাথমিক তদন্ত শেষে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আনিসুজজ্জামান আদালতে অভিযোগপত্র জমা দেন। মামলায় ৭ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন। সাক্ষীদের সাক্ষ্য ও মামলার নথি পর্যালোচনা করে মাত্র ৭ মাসের মাথায় সোমবার তার বিরুদ্ধে এ রায় ঘোষণা করেন বিচারক।

মামলায় রাষ্ট্রপক্ষে সহকারী পাবলিক প্রসিকিউটর এম এম রুস্তম আলী এবং আসামিপক্ষে আইনজীবী শফিকুল আলম দায়িত্ব পালন করেন।

আসিফ ইকবাল/এএম/পিআর

আরও পড়ুন