ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পুকুরে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ০৬:৫১ পিএম, ১৬ জুলাই ২০১৮

বগুড়ায় পুকুরে সাঁতার কাটতে নেমে পানিতে ডুবে রাকিব হাসান (২২) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ১টার দিকে বগুড়া পৌর এলাকার ১৯নং ওয়ার্ডের রাজাপুর এলাকার একটি পুকুরে তিনি ডুবে যান। পরে বিকেল ৪টার দিকে বগুড়া ফায়ার সার্ভিসের ডুবুরিদল তার মরদেহ উদ্ধার করে। তিনি বগুড়া শহরের চকসূত্রাপুর এলাকায় মৃত রফিকুল ইসলাম ও রুবিনা বেগমের ছেলে।

পুলিশ জানায়, বগুড়া আজিজুল হক কলেজের সম্মান ২য় বর্ষের ছাত্র রাকিব তার ৫-৬জন বন্ধুকে নিয়ে রাজাপুর এলাকায় নানার বাড়িতে বেড়াতে যায়। এ সময় স্থানীয় একটি পুকুরে তারা বর্শি দিয়ে মাছ ধরে এবং নৌকায় চড়ে পুকুরে বেড়াতে থাকে। এক পর্যায়ে রাকিব নৌকা থেকে পুকুরে লাফ দিয়ে সাঁতার কেটে পুকুরের পাড়ে আসার চেষ্টা করে। কিন্তু পুকুরের পাড়ের কাছকাছি এসে সে পানিতে ডুবে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধারের অনেক চেষ্টা করে ব্যর্থ হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মী গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

ফায়ার সার্ভিস ডুবুরী আমিনুল জানান, পুকুরের গভীরতা অনেক বেশি। মরদেহ পানির নিচের দিকে ছিলো।

লিমন বাসার/আরএ/এমএস

আরও পড়ুন