সাতক্ষীরার পাঁচ থানার ওসি বদলি
একযোগে সাতক্ষীরা সদর, আশাশুনি, কলারোয়া, দেবহাটা ও শ্যামনগর থানা পুলিশের অফিসার ইনচার্জদের (ওসি) বদলি করা হয়েছে। সোমবার বিকেল থেকে পর্যায়ক্রমে প্রত্যেক থানায় বদলিকৃত ওসিরা দায়িত্ব বুঝে নেন।
বিকেলে সাতক্ষীরা সদর থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মো. মোস্তাফিজুর রহমান। তিনি আশাশুনি থানায় দায়িত্বরত ছিলেন।
সাতক্ষীরা সদর থানা পুলিশের ওসি মারুফ আহম্মেদ যোগদান করেছেন কলারোয়া থানায়। কলারোয়া থানা পুলিশের ওসি বিপ্লব কুমার নাথ যোগদান করেছেন আশাশুনি থানায়, শ্যামনগর থানা পুলিশের ওসি সৈয়দ আব্দুল মান্নান যোগদান করছেন দেবহাটা থানায়।
দেবহাটা থানা পুলিশের ওসি কাজী কামাল হোসেনকে সাতক্ষীরা পুলিশ লাইনে ওআর পদে যোগদান করবেন। শ্যামনগর থানায় ওসি তদন্ত জিয়াউর রহমান দায়িত্ব পালন করবেন।
পুলিশ সুপার সাজ্জাদুর রহমান জাগো নিউজকে বলেন, অভ্যন্তরিণ কাজের গতি ফিরিয়ে আনার জন্য পাঁচ থানার ওসিকে ইন্টারচেঞ্জ করা হয়েছে। আশা করছি এতে করে জেলা পুলিশের কার্যক্রম আরও গতিশীল হবে।
আকরামুল ইসলাম/এমএএস/এমএস