ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কুড়িগ্রামে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভা

জেলা প্রতিনিধি | কুড়িগ্রাম | প্রকাশিত: ০৫:১৬ এএম, ১৭ জুলাই ২০১৮

কুড়িগ্রাম জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে সোমবার রাতে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই বিশেষ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী মোফাজ্জল হোসেন মায়া বীরবিক্রম এমপি।

জেলা প্রশাসক সুলতানা পারভীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ্ কামাল, অতিরিক্ত সচিব ড. মুহাম্মদ আতিকুর রহমান, মোহাম্মদ মহসিন, পুলিশ সুপার মেহেদুল করিম, সিভিল সার্জন ডা. এসএম আমিনুল ইসলাম, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু প্রমুখ।

বিশেষ সভায় কুড়িগ্রাম জেলার উন্নয়ন ও বন্যা মোকাবিলার জন্য সরকারের দেয়া বরাদ্দের হিসেব এবং করণীয় জনগণের কাছে তুলে ধরার জেলা প্রশাসনকে নির্দেশনা দেয়া হয়।

এছাড়াও জেলার ৯টি উপজেলায় বন্যার সময় বানভাসীদের জন্য ৯টি নৌকা তৈরি, ৫শ বান্ডেল ঢেউ টিন, ১৫ লাখ টাকা, ২শ টন চাল, শুকনা খাবার ৩ হাজার প্যাকেট বরাদ্দ এবং ভিজিএফ কার্ডধারীদের জন্য ১০ কেজি চালের পরিবর্তে ২০ কেজি করে চাল দেবার ঘোষণা দেন মন্ত্রী।

নাজমুল হোসেন/বিএ