গাইবান্ধায় জামায়াত নেতা গ্রেফতার
গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন জামায়াতের নেতা আবুল কালাম আজাদকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় লক্ষ্মীপুর বাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আবুল কালাম আজাদ লক্ষ্মীপুর বাজার এলাকার আব্দুল জলিল সরকারের ছেলে। তিনি ইউনিয়ন জামায়াতের নেতা বলে বলে জানা গেছে।
লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাদল বলেন, আবুল কালাম আজাদ জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত। তার নামে মামলা রয়েছে। লক্ষ্মীপুর বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।
আবুল কালাম আজাদের স্ত্রী নাজমুন্নাহার নাজমা বলেন, তার স্বামীর বিরুদ্ধে দুটি মামলা ছিল। একটি মামলা নিষ্পত্তি হয়েছে। আরেকটিতে জামিনে রয়েছেন। এরপরও অজ্ঞাত কারণে তাকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেন তিনি।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার বলেন, আবুল কালাম আজাদের নামে কয়েকটি নাশকতার মামলা রয়েছে। আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে।
রওশন আলম পাপুল/আরএআর/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নলছিটি লঞ্চঘাটের নাম পরিবর্তন করে রাখা হলো শহীদ ওসমান হাদির নামে
- ২ সিলেট আধুনিক তথ্য কমপ্লেক্সের নির্মাণ কাজ দ্রুত শেষ করার নির্দেশ
- ৩ আগামী নির্বাচন হবে নতুন বাংলাদেশ গঠনের নির্বাচন: এটিএম আজহার
- ৪ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন যাচাইয়ে গিয়ে আ’লীগ-কৃষকলীগ নেতা আটক
- ৫ ঢাকায় ভবন-ফ্ল্যাট রয়েছে আসাদুজ্জামানের, বার্ষিক আয় ৯৪ লাখ টাকা