মাধবপুরে চা বাগানে কলেজছাত্রীর মরদেহ
ছবি-প্রতীকী
হবিগঞ্জের মাধবপুরে নিখোঁজের ৫ দিন পর এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে পুলিশ ওই উপজেলার সুরমা চা বাগানের তেলানিয়া ছড়া থেকে মরদেহটি উদ্ধার করে।
এ ঘটনায় জড়িত সন্দেহে ওই ছাত্রীর প্রেমিক অনিল সাওতালকে (২৫) আটক করেছে পুলিশ।
নিহত মনিলা সাওতাল (১৮) সুরমা চা বাগানের মাহঝিল ডিভিশনের বাসিন্দা চা শ্রমিক সুরেশ সাওতালের মেয়ে। সে মাধবপুর কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিল।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মনিলা সাওতাল (১৮) গত ১৩ জুলাই নিখোঁজ হয়। মঙ্গলবার রাতে স্থানীয়দের দেয়া তথ্যে পুলিশ গিয়ে বাগানের ছড়া থেকে তার মরদেহ উদ্ধার করে।
এদিকে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে স্থানীয়রা একই বাগানের বাসিন্দা কুদনা সাওতালের ছেলে অনিল সাওতালকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। অনিল হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের বিএ দ্বিতীয় বর্ষের ছাত্র।
তেলিয়াপাড়া ফাঁড়ির ইনচার্জ এএসআই সোহেল শাহ জানান, প্রেমে ব্যর্থ হয়ে মনিলাকে হত্যা করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে অনিল। তবে এ বিষয়ে তাকে আরও ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এফএ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সিন্ডিকেটের বাধায় দুই দফা অ্যাম্বুলেন্স আটকা, পথেই মারা গেল রোগী
- ২ ঘোড়া প্রতীকে ভোট চেয়ে বিপাকে হবিগঞ্জের স্বতন্ত্র প্রার্থী সুজাত
- ৩ সীমান্ত পার হওয়ার সময় কুমিল্লায় হত্যা মামলার তিন আসামি গ্রেফতার
- ৪ বালুভর্তি ট্রাকে লুকানো ছিল দেড় কোটি টাকার চোরাই শাড়ি
- ৫ পুলিশকে এলোপাথাড়ি কুপিয়ে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া হলো আসামিকে