ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

৭২৫ জনের মধ্যে পাস করল ১০৮ পরীক্ষার্থী

জেলা প্রতিনিধি | খাগড়াছড়ি | প্রকাশিত: ০৬:৩৫ পিএম, ১৯ জুলাই ২০১৮

খাগড়াছড়িতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে বিপর্যয় ঘটেছে। বৃহস্পতিবার ঘোষিত ফলাফলে খাগড়াছড়ির ৭ হাজার ২৩০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২ হাজার ৬৪৭ জন। জেলায় গড় পাসের হার ৩৬.৬১ শতাংশ।

অতীতের ধারাবাহিকতা বজায় রেখে এ বছরও ফলাফলে এগিয়ে রয়েছে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এই প্রতিষ্ঠান থেকে ৯২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৮৫ জন। বিজ্ঞান বিভাগ থেকে তিন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। ফলাফল বিপর্যয় ঘটেছে জেলার পানছড়ি ডিগ্রি কলেজে। এই প্রতিষ্ঠান থেকে ৭২৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে মাত্র ১০৮ জন।

তবে প্রথম বারেরমতো পরীক্ষায় অংশ নিয়ে আলোচিত ফলাফল করেছে জেলার গুইমারা কলেজ। এই কলেজের ১০৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৮২ জন। গড় পাসের হার ৮৬.৯২ শতাংশ।

এ ছাড়া খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজ ৫৪.১২ শতাংশ, রামগড় সরকারি কলেজ ৪৭.৮০ শতাংশ, খাগড়াছড়ি সরকারি কলেজ ৪৭.৪৮ শতাংশ, মাটিরাঙ্গা ডিগ্রি কলেজ ৩৬.৩৪ শতাংশ, মহালছড়ি ডিগ্রি কলেজ ২৭ শতাংশ, মানিকছড়ি কলেজ ২৫ শতাংশ এবং দীঘিনালা ডিগ্রি কলেজের ৩৬.৮৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। খাগড়াছড়ি সরকারি কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে মাত্র পাঁচজন পরীক্ষার্থী।

মুজিবুর রহমান ভুইয়া/এএম/পিআর

আরও পড়ুন