হবিগঞ্জে কারাগারে হাজতির মৃত্যু
হবিগঞ্জ জেলা কারাগারে মনির হোসেন (২৭) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার সকালে অসুস্থ হয়ে তিনি মারা যান।
মনির হোসেন (২৭) ব্রহ্মণবাড়িয়া জেলার ঘাটুরা এলাকার আব্দুস শহীদের ছেলে। তিনি একটি চুরির মামলায় ১৭ জুলাই থেকে কারাগারে ছিলেন।
জেলা কারাগারের ডেপুটি জেলার দেলোয়ার হোসেন জানান, ১৬ জুলাই চুরি করতে গিয়ে চুনারুঘাটে তিনি জনতার হাতে আটক হন। জনতা গণধোলাই দিয়ে তাকে চুনারুঘাট থানায় সোপর্দ করে। পুলিশ আহত অবস্থায় সদর আধুনিক হাসপাতালে তাকে চিকিৎসা দেয়। ১৭ জুলাই আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠালে শনিবার ভোরে হঠাৎ তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিক তাকে সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়।
সদর আধুনিক হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মিথুন রায় জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এফএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সিন্ডিকেটের বাধায় দুই দফা অ্যাম্বুলেন্স আটকা, পথেই মারা গেল রোগী
- ২ ঘোড়া প্রতীকে ভোট চেয়ে বিপাকে হবিগঞ্জের স্বতন্ত্র প্রার্থী সুজাত
- ৩ সীমান্ত পার হওয়ার সময় কুমিল্লায় হত্যা মামলার তিন আসামি গ্রেফতার
- ৪ বালুভর্তি ট্রাকে লুকানো ছিল দেড় কোটি টাকার চোরাই শাড়ি
- ৫ পুলিশকে এলোপাথাড়ি কুপিয়ে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া হলো আসামিকে