বোয়ালমারী-ফরিদপুর সড়কে যোগাযোগ বন্ধ
মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক সড়কের ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সোতাশী ব্রিজের বিকল্প সড়কে ১০ চাকার একটি বালুবোঝাই ট্রাক আটকে যাওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে।
রোববার সকাল থেকে বোয়ালমারী থেকে রাজধানী ঢাকা ও জেলা শহর ফরিদপুরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। ব্রিজের উভয় পাশে আটকা পড়েছে শতাধিক যানবাহন। সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছে এ অঞ্চলের যাত্রীরা।
এ অবস্থায় অতিরিক্ত ভাড়ায় যাত্রীদের চড়তে হচ্ছে নসিমন, অটোরিকশা, অটোভ্যানের মতো যানবাহনে। বিকল্প পথে ময়েনদিয়া হয়ে লোকাল বাস চলাচল করছে।
বোয়ালমারী বাস মালিক সমিতির কাউন্টার মাস্টার বিপ্লব মিয়া বলেন, সকাল ১০টার দিকে বালুবোঝাই ট্রাকটি ডাইভারশনে আটকে যায়। এরপর থেকে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। ময়েনদিয়া হয়ে ঘুরে বিকল্প রাস্তায় বাস চলছে। সন্ধ্যা পর্যন্ত ট্রাকটি রাস্তা থেকে সরানো সম্ভব হয়নি।
এএম/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপিতে যোগদানের পর আ’লীগ নেতার বাড়িঘরে অগ্নিসংযোগ-লুটপাট
- ২ ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ধোঁয়া-ছাইয়ে বিপন্ন জনজীবন
- ৩ রামুতে ডাকাত শাহীনের সেকেন্ড ইন কমান্ডকে গুলি করে হত্যা
- ৪ প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের দিয়ে ‘ধানের শীষ’ স্লোগান, ভিডিও ভাইরাল
- ৫ তারেক রহমানের ফ্যামিলি কার্ড হবে মা-বোনদের অস্ত্র: মির্জা ফখরুল