গাড়ির চাকায় হাওয়া দিতে গিয়ে শ্রমিকের মৃত্যু
হবিগঞ্জের বাহুবল উপজেলায় গাড়ির চাকায় হাওয়া দিতে গিয়ে মো. জালাল মিয়া নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছেন। নিহত জালাল মুন্সিগঞ্জ জেলার টংগিবাড়ি উপজেলার বালাগাও গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার মিরপুর এলাকায় এ ঘটনা ঘটেছে।
বাহুবল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী জানান, দুপুরে জালাল মিয়া একটি গাড়ির চাকা মেরামত শেষে এতে হাওয়া দিচ্ছিলেন। এ সময় চাকার ভেতরের একটি লোহার অংশ ভালোভাবে না লাগানোর কারণে তার উপর ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মনদেহ উদ্ধার করে।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/আরএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঘোড়া প্রতীকে ভোট চেয়ে বিপাকে হবিগঞ্জের স্বতন্ত্র প্রার্থী সুজাত
- ২ সীমান্ত পার হওয়ার সময় কুমিল্লায় হত্যা মামলার তিন আসামি গ্রেফতার
- ৩ বালুভর্তি ট্রাকে লুকানো ছিল দেড় কোটি টাকার চোরাই শাড়ি
- ৪ পুলিশকে এলোপাথাড়ি কুপিয়ে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া হলো আসামিকে
- ৫ ভবন ছাড়তে উকিল নোটিশ, চুক্তির মেয়াদ শেষ হলেও চলছে কার্যক্রম