চট্টগ্রাম বন্দরে ট্রলি চাপায় শ্রমিকরে মৃত্যু
চট্টগ্রাম বন্দরে ট্রলি চাপায় মো. আবুল বাশার (৩৯) নামের এক শ্রমিকরে মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর সাড়ে চারটায় পণ্যবাহী কন্টেইনার হ্যান্ডেলিংয়ের সময় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. জাহাঙ্গীর জানান, বন্দরের চিটাগাং কন্টেইনার টার্মিনালে কন্টেইনার হ্যান্ডেলিংয়ের কাজ করছিল বাশার।
এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রলি আবুল বাশারকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আবুল বাশার নোয়াখালী কোম্পানিগঞ্জ থানার চরফকিরা গ্রামের মৃত বুলু মিয়ার ছেলে বলে জানা গেছে।
এসকেডি/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাধীনতা বিরোধীরা সাধারণ ক্ষমার সম্মান দিতে জানেনি : এ্যানি
- ২ চাঁদপুর-৩ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন বিএনপি প্রার্থী মানিক
- ৩ জামায়াত মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল না, ছিল ভারতের বিরুদ্ধে
- ৪ আমরা একটি সম্প্রীতির বাংলাদেশ চাই: জামায়াত নেতা আবদুল হালিম
- ৫ আমরা স্বাধীনতার চেতনাকে শুধু কথায় নয়, অন্তরে ধারণ করি