আজমিরীগঞ্জে নৌকা উল্টে দুই শ্রমিকের মৃত্যু
হবিগঞ্জের আজমিরীগঞ্জে বিদ্যুতের খুঁটিবোঝাই নৌকা উল্টে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার শিবপাশা মুরাদপুরে এ ঘটনা ঘটে। শুক্রবার দুপুরে ময়নাতদন্ত জন্য পুলিশ মরদেহগুলো সদর আধুনিক হাসপাতালে মর্গে পাঠিয়েছে।
নিহতরা হলেন, মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ক্লীদ চা বাগারে মৃত লক্ষ্মীপ্রসাদ কলের ছেলে মিলন কল (১৮) ও নারায়ন সবরের ছেলে সুমন সবর (১৯)।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ বিভাগের ঠিকাদার জাকির হোসেনের কয়েকজন শ্রমিক আজমিরীগঞ্জের শিবপাশা এলাকা থেকে হিরাবাড়ি খাল দিয়ে নৌকাযোগে বিদ্যুতের খুঁটি নিয়ে পাহাড়পুর বাজারের উদ্দেশ্যে রওনা হয়।
কিছুদূর যাওয়ার পর নৌকাটি বিদ্যুতের খুঁটিসহ উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ওই দুই শ্রমিকের মৃত্যু হয়। এ খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে নৌকাটি পেলেও কোন মরদেহ বা কাউকে দেখতে পায়নি।
রাতে আজমিরীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর বখত চৌধুরী বলেন, মৃত্যুর বিষয়টি শুনেছি। তবে নিহতদের পরিচয় জানা সম্ভব হয়নি।
এ সময় আজমিরীগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের আবাসিক প্রকৌশলী নোমান আহমেদও নিহতদের পরিচয় এবং মরদেহগুলো কোথায় রয়েছে তা বলতে পারেনি। পরে শায়েস্তাগঞ্জ পল্লী বিদ্যুৎ বিভাগের অভিযোগ কেন্দ্রে যোগাযোগ করা হলে নিহতরা পল্লী বিদ্যুতের ঠিকাদার জাকির হোসেনের শ্রমিক বলে জানানো হয়।
সর্বশেষ রাত ২টায় ওসি তৈমুর বখত চৌধুরী নিহতদের পরিচয় নিশ্চিত করেন। রাতভর এ নিয়ে চলে লুকোচুরি। শুক্রবার সকালে পুলিশ জানতে পারে মরদেহগুলো গোপনে তাদের গ্রামের বাড়িতে পাঠিয়ে দেয়া হয়েছে।
শুক্রবার দুপুরে পুলিশের তৎপরতায় মরদেহগুলো উদ্ধার করে সদর থানায় নিয়ে আসা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহগুলো সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এআরএ/পিআর