হিলিতে ট্রাকচাপায় অজ্ঞাত নারী নিহত
ছবি-প্রতীকী
দিনাজপুরের হাকিমপুর উপজেলায় হিলিতে ভারতীয় ট্রাকচাপায় অজ্ঞাত এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় ভারতীয় ট্রাকসহ চালক ও তার সহকারীকে আটক করেছে পুলিশ।
বুধবার সকাল ১০টার দিকে হিলি চেকপোস্ট রোডে শুল্ক গুদামের সামনে এ দুর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত নিহতের পরিচয় জানা যায়নি।
আটক ভারতীয় ট্রাক আটক চালক রাহুল সরকার ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার ফইজুল সরকারের ছেলে এবং চালকের সহকারী একই এলাকার আনছার আলীর ছেলে সাদ্দাম হোসেন।
জানা যায়, সকালে ভারতীয় পণ্যবাহী ট্রাক পণ্য খালাস (আনলোড) করে হিলি সীমান্ত চেকপোস্ট গেট দিয়ে ভারতে ফিরছিল। এ সময় ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে অজ্ঞাত এক নারী নিহত হন।
হাকিমপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এমদাদুল হক মিলন/আরএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ দক্ষিণ আফ্রিকায় ‘সন্ত্রাসীদের’ গুলিতে মিরসরাইয়ের টিপু নিহত
- ২ বিএনপি প্রার্থী ফজলুর রহমানের জনসভায় চেয়ার ছোড়াছুড়ি, আহত ২০
- ৩ ৮০% মুসলমানের এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না
- ৪ দেশ পরিচালনায় তিন শর্তে ঐক্যের ডাক দিলেন জামায়াত আমির
- ৫ আমরা বেকার ভাতা দেবো না, মর্যাদাপূর্ণ কাজ তুলে দিতে চাই