নিখোঁজের দুই দিন পর নদীতে মিললো ব্যবসায়ীর মরদেহ
প্রতীকী ছবি
নিখোঁজের দুই দিন পরে মাদারীপুরের কালকিনি উপজেলার আড়িয়াল খাঁ নদী থেকে মিঠু সরদার (৩০) নামে এক বালু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, জেলা সদরের কুলপদ্দি গ্রামের আলাউদ্দিন সরদারের ছেলে বালু ব্যবসায়ী মিঠু সরদার বুধবার বিকেলে হঠাৎ করে নিখোঁজ হন। পরে শুক্রবার দুপুরে উপজেলার এনায়েতনগর এলাকার সস্তাল গ্রামের আড়িয়াল খাঁ নদীতে মিঠুর মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে কালকিনি থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
কালকিনি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জসিমউদ্দিন বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
একে এম নাসিরুল হক/আরএআর/এমএস