ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বিপদসীমার নিচে তিস্তার পানি

প্রকাশিত: ০৬:২৬ এএম, ০৮ আগস্ট ২০১৫

উজানের ঢল কমে যাওয়ায় তিস্তার পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার ৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় তিস্তায় পানি ২৪ সেন্টিমিটার কমে আসায় তিস্তার পানি বিপদসীমার নিচে নেমে এসেছে। ফলে শনিবার সকাল ৬টা থেকে ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার (৫২দশমিক ৪০ মিটার) ৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

এর আগে এ পয়েন্টে শুক্রবার তিস্তার পানি বিপদসীমার ১৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল। পানি কমে আসায় তিস্তা অববাহিকায় সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি ঘটেছে বলে এলাকাবাসী ও জনপ্রতিনিধিরা জানিয়েছে।

এদিকে পানির স্তর কমলেও উজান থেকে ঘোলা, নোংরা ও র্দুগন্ধযুক্ত পানির ঢল আসা অব্যাহত রয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের ডালিয়া ডিবিশনের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান জানান, উজানে ঢল কমে আসায় তিস্তার বন্যা পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। শনিবার সকাল ৬টা থেকে তিস্তা ব্যারাজে ডালিয়া পয়েন্টের পানি বিপদসীমার ৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তিনি বলেন, এরপরও তিস্তা ব্যারাজের ৪৪টি স্লুইচ গেট খুলে রাখা হয়েছে।

জাহেদুল ইসলাম/এসএস/এমএস