ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু

জেলা প্রতিনিধি | লালমনিরহাট | প্রকাশিত: ০২:৫৭ পিএম, ০৪ আগস্ট ২০১৮

লালমনিরহাটের কালীগঞ্জে বাড়ির রাস্তা নিয়ে দ্বন্দ্বের জের ধরে চাচার লাঠির আঘাতে ভাতিজা কোহিনুর হোসেন (৩২) মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহতের বাবা-মা ও ভগ্নিপতিসহ ৫ জন।

শনিবার দুপুরে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের লতাবর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত কোহিনুর ওই গ্রামের তসলিম হোসেনের ছেলে ও পোশাক শ্রমিক ছিলেন।

পুলিশ জানান, দীর্ঘ দিন ধরে কোহিনুরের বাড়ি যাওয়ার রাস্তা নিয়ে তার আপন চাচা জোবেদ আলী ও আনছার আলীর সঙ্গে বিরোধ চলছিল। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার বৈঠক হলেও তা নিষ্পত্তি হয়নি। ঢাকা থেকে বাড়ি ফিরে শনিবার ওই রাস্তার জন্য চাচাদের নিয়ে আলোচনায় বসলে কথা কাটাকাটির এক পযায়ে সংঘর্ষ বাধে। এতে জোবেদ ও আনছার আলীদের লাঠির আঘাতে ঘটনাস্থলেই কোহিনুর হোসেনের মৃত্যু হয়। এতে তার বাবা তসলিম হোসেন, মা কুলসুম বেগম ও ভগ্নিপতি জিল্লুর হোসেন গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় চাচা জাবেদ আলীকে (৪৮) আটক করে পুলিশ।

আহতদের উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

রবিউল হাসান/আরএ/জেআইএম

আরও পড়ুন