টাঙ্গাইলে পরিবহন ধর্মঘট অব্যাহত, দুর্ভোগ চরমে
নিরাপত্তার কারণ দেখিয়ে তৃতীয়দিনের মতো রোববারও টাঙ্গাইলে পরিবহন ধর্মঘট অব্যাহত রেখেছে মালিক ও শ্রমিকরা। এতে করে টাঙ্গাইল থেকে ঢাকাসহ অন্যান্য জেলার সঙ্গে বাস চলাচল বন্ধ রয়েছে।
ফলে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। পায়ে হেঁটে ও তিনচাকার যানে চড়ে গন্তব্যে যেতে হচ্ছে যাত্রীদের। তবে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। শুক্রবার সকাল থেকে সকল যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে।
সরেজমিনে রোববার টাঙ্গাইলের নতুন বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায়, গত দুইদিনের মতো আজও বাস, কোচ ও মিনিবাস চলাচল বন্ধ রয়েছে। ফলে টাঙ্গাইলের সঙ্গে ঢাকাসহ সকল রুটে বাস চলাচল বন্ধ হয়ে গেছে। একইসঙ্গে জেলার অভ্যন্তরীণ সড়কেও বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।
গাড়িচালক আরফিন পলাশ বলেন, কয়েকদিন ধরে আমরা গাড়ি বের করছি না। আজকেও আমাদের গাড়ি চলাচল করছে না। এমন কি অন্যন্য জেলা থেকেও কোনো গাড়ি প্রবেশ করছে না। এভাবে চলতে পারে না। আমরা এর দ্রুত সমাধান চাই।
এ প্রসঙ্গে টাঙ্গাইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি ইকবাল হোসেন বলেন, আজ তৃতীয়দিনের মতো সারাদেশের ন্যায় টাঙ্গাইলেও নিরাপত্তার কারণে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে করে পুরো জেলায় সব ধরনের যানবাহন বন্ধ রয়েছে। যখন মহাসড়কে নিরাপত্তা ফিরে আসবে পুনরায় আবার যানবাহন চলাচল স্বাভাবিক হবে।
আরিফ উর রহমান টগর/এএম/আরআইপি