ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সাতক্ষীরায় গৃহবধূ হত্যায় স্বামী-শ্বশুরের মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি | সাতক্ষীরা | প্রকাশিত: ০২:০৮ পিএম, ০৭ আগস্ট ২০১৮

সাতক্ষীরায় গৃহবধূকে হত্যা দায়ে স্বামী-শ্বশুরের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা জেলা ও দায়রা জজ সাদিকুল ইসলাম তালুকদার এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- সাতক্ষীরায় কলারোয়া উপজেলার চান্দুড়িয়া গ্রামের মৃত হলুদ আলী গাজীর ছেলে দীন মোহাম্মদ গাজী (৫৫) ও তার ছেলে ওমর আলী গাজী (৩৫)।

মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের নভেম্বর মাসে কলারোয়া উপজেলার চান্দুড়িয়া গ্রামের দীন মোহাম্মদ গাজীর ছেলে ওমর আলী গাজীর সঙ্গে একই উপজেলার গোয়ালপাড়া গ্রামের আব্বাস উদ্দিনের মেয়ে আমেনা খাতুনের বিয়ে হয়। এক মাস পরেই তাদের সংসারে অশান্তির খবর পান আব্বাস উদ্দিন। এরপর ২০১৭ সালের ৬ জানুয়ারি রাত ৯টার দিকে বেয়াই দীন মোহাম্মদ গাজী হঠাৎ তাকে মোবাইলে খবর দেন তার মেয়ে আমেনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় যেন পালিয়ে গেছে। এর তিনদিন পর ২০১৭ সালের ১০ জানুয়ারি চান্দুড়িয়া সীমান্ত সংলগ্ন ইছামতি নদী থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় আমেনা খাতুনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ওইদিনই কলারোয়া থানায় আমেনার স্বামী, শ্বশুর, শাশুড়িসহ পাঁচজনের নামে হত্যা মামলা দায়ের করা হয়।

সাতক্ষীরা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ওসমান গনি জানান, মামলায় কলারোয়া থানার এসআই সোলায়মান আক্কাস ২০১৮ সালের ২৮ জানুয়ারি আদালতে তিনজনের নামে চার্জশিট দাখিল করেন। এ মামলায় সাক্ষ্যগ্রহণ ও নথি পর্যালোচনা করে আমেনার স্বামী ওমর আলী গাজী ও শশুর দীন মোহাম্মদ গাজীর বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাদের মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আমেনার শাশুড়ি আনোয়ারা খাতুনকে খালাস দেয়া হয়েছে।

আকরামুল ইসলাম/আরএআর/জেআইএম

আরও পড়ুন