ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বটগাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত

জেলা প্রতিনিধি | ঝিনাইদহ | প্রকাশিত: ০৬:৪০ পিএম, ০৭ আগস্ট ২০১৮

ঝিনাইদহ সদর উপজেলার বেড়বাড়িয়া বটতলা এলাকায় বটগাছের ডাল ভেঙে পড়ে নান্নু লস্কর (৫২) নামে এক মোটরসাইকেল আরোহীর নিহত হয়েছে। তিনি সদর উপজেলার ধনঞ্জয়নপুর গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার দুপুরে হাটগোপালপুর-নারিকেলবাড়িয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

ঝিনাইদহ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, দুপুরে বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে হাটগোপালপুর বাজারের দিকে যাচ্ছিলেন তিনি। পথে বেড়বাড়িয়া বটতলা এলাকায় পৌঁছালে বটগাছের একটি ডাল ভেঙে তার মাথার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই নিহত হন।

আহমেদ নাসিম আনসারী/ আরএ/এমএস

আরও পড়ুন