নদীতে যুবকের হাত ভাঙা মরদেহ
প্রতীকী ছবি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় নদী থেকে অজ্ঞাত এক যুবকের হাত ভাঙা মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার খড়মপুর এলাকার কেল্লা শাহর মাজার সংলগ্ন সাইনধারা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত যুবকের বয়স আনুমানিক ৩০ বছর বলে জানিয়েছে পুলিশ। তবে এখন পর্যন্ত তার পরিচয় জানাতে পারেনি তারা।
বিষয়টি নিশ্চিত করে আখাউড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন জানান, সকালে সাইনধারা নদীতে অজ্ঞাত ওই যুবকের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
নিহতের ডান হাত ভাঙা এবং মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান এসআই দেলোয়ার।
আজিজুল সঞ্চয়/আরএ/এমএস