ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নড়াইলে ভুয়া ডিবি আটক

জেলা প্রতিনিধি | নড়াইল | প্রকাশিত: ০৮:৩৯ পিএম, ০৮ আগস্ট ২০১৮

নড়াইল শহরের রূপগঞ্জ এলাকা থেকে বাবু বিশ্বাস (৪৫) নামে এক ভুয়া ডিবি পুলিশকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, বাবু বিশ্বাস একই পরিচয়পত্রে নিজেকে ডিবি ও সিআইডি পুলিশ পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিলেন। তার কাছ থেকে দুটি মোবাইল ফোন, বিভিন্ন কোম্পানির নয়টি সিমসহ একাধিক পরিচয়পত্র পাওয়া গেছে। পরিচয়পত্রে তার নাম বাবু বিশ্বাস ও আবার বিপুল বিশ্বাস উল্লেখ করা হয়েছে। এমনকি বাবু বিশ্বাস সেনাবাহিনীর পোশাক পরিহিত ছবি ব্যবহার করেও মানুষের সঙ্গে প্রতারণার চেষ্টা করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবু বিশ্বাস জানান, এসব পরিচয়পত্র তৈরি করে বিভিন্ন পেশার মানুষের সঙ্গে তিনি প্রতারণার চেষ্টা করে আসছিলেন।

নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

হাফিজুল নিলু/আরএআর/আরআইপি

আরও পড়ুন