ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

চারঘাটে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক | রাজশাহী | প্রকাশিত: ১২:৩১ পিএম, ০৯ আগস্ট ২০১৮

রাজশাহীর চারঘাটে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মানিক আলী (৩০) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশের দাবি মানিক একজন মাদক ব্যবসায়ী।

বুধবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে উপজেলার মুক্তারপুর বালুমহল এলাকায় এ বন্দুকযুদ্ধ হয়।

মানিক আলী উপজেলার গৌরশহর নতুনপাড়া এলাকার শাহাবুদ্দিনের ছেলে। রাতেই তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হয়েছে।

পুলিশের ভাষ্য, দীর্ঘদিন ধরে মানিক মাদক ব্যবসায় যুক্ত। থানা পুলিশের তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ীও তিনি। তার নামে চারঘাট মডেল থানায় ১৬টি মামলা রয়েছে।

মানিকের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি, একটি ম্যাগজিন, একটি গুলির খোসা এবং ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

জেলা পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুর রাজ্জাক খান বলেন, এ ঘটনায় বৃহস্পতিবার সকালে চারঘাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অস্ত্র আইনে মামলা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে গুলিবিদ্ধ মানিককে। পুলিশ হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

বন্দুকযুদ্ধে চারঘাট থানার এসআই শরিফুলসহ তিন পুলিশ সদস্য আহত হন। তাদেরও চিকিৎসা দেয়া হয়েছে বলে জানান তিনি।

এদিকে জেলা পুলিশ সূত্র জানিয়েছে, ইতোমধ্যে ২০ গ্রাম হেরোইন এবং ১০ পিস ইয়াবাসহ আবু সাইদ মিঠু (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোদাগাড়ী মডেল থানা পুলিশ। সেখানে গ্রেফতার করা হয়েছে আরো ৫ জনকে। তানোরে ১০ গ্রাম গাঁজাসহ গণি মন্ডল (৫০) ও লাহার আলীকে (৩৫) গ্রেফতার করা হয়েছে। এ দুজন ছাড়াও আরো ৬ জনকে গ্রেফতার করেছে তানোর থানা পুলিশ।

পুঠিয়া থানা পুলিশ গ্রেফতার করেছে ৬ জনকে। এদের মধ্যে ১৪ পিস ইয়াবা এবং ৩ লিটার চোলাইমদসহ শহিদুল ইসলাম (৪৬), আবদুল কুদ্দুস (৩৬) এবং রানা মিয়াকে (২৮) গ্রেফতার করা হয়। বাগামারায় গ্রেফতার হয়েছেন তিন জন। এর মধ্যে ২০ বোতল ফেনসিডিল এবং ১০ পিস ইয়াবাসহ জহুরুল ইসলাম বুলু (৪০) এবং সাইফুল ইসলাম (৩০) নামে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছেন।

বাঘায় ১৫ পিস ইয়াবাসহ গ্রেফতার হয়েছেন হাফিজুর রহমান (৪০)। সেখানে আরো ৬ জনকে গ্রেফতার করা হয়। জেলা গোয়েন্দা পুলিশ ১০০ পিস ইয়াবাসহ শরিফুল ইসলাম (৪৩) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

এছাড়াও মোহনপুর থানা ৩ জন, দূর্গাপুর থানা ৪ জন এবং চারঘাট মডেল থানা আরো দুজনকে গ্রেফতার করেছে। আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার সকালেই তাদের আদালতে নেয়া হয় বলে জানিয়েছে জেলা পুলিশ।

ফেরদৌস সিদ্দিকী/এফএ/আরআইপি

আরও পড়ুন