ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঝিনাইদহে জেএমবি সদস্য আটক

জেলা প্রতিনিধি | ঝিনাইদহ | প্রকাশিত: ০১:১২ পিএম, ১১ আগস্ট ২০১৮

ঝিনাইদহের মহেশপুর উপজেলা থেকে জসিম উদ্দিন (৩৪) নামে জেএমবির এক সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাব।

শুক্রবার রাতে মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রাম থেকে তাকে আটক করা হয়। সে ওই গ্রামের মৃত আজিজুল হকের ছেলে।

র‌্যাব-৬ ঝিনাইদহের কোম্পানি কমান্ডার এএসপি সোহেল পারভেজ জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলার মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামে অভিযান চালায় র‌্যাব। এ সময় ওই গ্রামে নিজ বাড়ি থেকে জসিম উদ্দিনকে আটক করা হয়।

আটক জসিম উদ্দিন জেএমবির একজন সক্রিয় সদস্য বলেও জানায় র‌্যাব।

আহমেদ নাসিম আনসারী/আরএ/এমএস

আরও পড়ুন