ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তি, প্রধান শিক্ষক আটক
কুষ্টিয়ার কুমারখালীতে ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির অভিযোগে মকছেদ আলী নামে এক প্রধান শিক্ষককে আটক করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ৮টার দিকে তাকে আটক করা হয়।
আটক মকছেদ আলী কুমারখালীর জগন্নাথ (জেএন) মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
কুমারখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মকছেদ আলী তার ব্যবহৃত ফেসবুকে প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তিমূলক পোস্ট দেন। এ কারণে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আল-মামুন সাগর/আরএআর/জেআইএম