ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

জেলা প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশিত: ০৫:২৯ পিএম, ১৫ আগস্ট ২০১৮

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ট্রাকচাপায় নাহিদ (২৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার বিকেল ৩টার দিকে সদর উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের উজানিসার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাহিদ কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার রামচন্দ্রপুর এলাকার আবুল খায়েরের ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইশতিয়াক আহমেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের উজানিসার এলাকায় একটি পণ্যবোঝাই ট্রাক অপর একটি মোটারসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নাহিদ মারা যান।

আজিজুল সঞ্চয়/এএম/আরআইপি

আরও পড়ুন