ভিজিএফের চাল কম দিচ্ছেন স্টোর কিপার, ধরে ফেললেন ম্যাজিস্ট্রেট
দিনাজপুরে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগে পৌরসভার স্টোর কিপার বাচ্চুকে আটক করা হয়েছে। শনিবার সকালে তাকে আটক করা হয়।
সকালে দিনাজপুর পৌরসভায় আকস্মিকভাবে উপস্থিত হয়ে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খায়রুল ইসলাম চাল বিতরণে অনিয়ম দেখতে পান। এ সময় বিতরণ করা দুটি চালের ব্যাগ নিয়ে ওজন করেন। পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমের উপস্থিতিতে ওজনে ২০ কেজির পরিবর্তে ১৮.৪০ কেজি চাল পান। ওজনে ১.৬০ কেজি কম পাওয়ায় পৌরসভার স্টোর কিপার মজিবর রহমান বাচ্চুকে আটক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এ ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করার জন্য কোতোয়ালি থানার ওসিকে নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরুজুল ইসলাম।
পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম জানান, চাল ওজনে কম দেয়ার ব্যাপারে তিনি কিছুই জানেন না।
এমদাদুল হক মিলন/আরএআর/এমএস