ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

দোকানের ভেতরে মাইক্রোবাস, স্কুলছাত্রী নিহত

জেলা প্রতিনিধি | মাদারীপুর | প্রকাশিত: ০৬:৫০ পিএম, ১৯ আগস্ট ২০১৮

মাদারীপুরের কালকিনি উপজেলার কর্নপাড়ায় ঢাকাগামী মাইক্রোবাসের চাপায় সুমনা (৯) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় মীম (১০) নামে আরেক ছাত্রী গুরুতর আহত হয়।

রোববার ঢাকা-বরিশাল মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা বরিশাল মহাসড়কের কর্নপাড়া নামক স্থানে ঢাকাগামি মাইক্রোবাসের একটি দোকানের উপর তুলে দিলে ঘটনাস্থলে থাকা সুমনা নামের দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রী নিহত হয়। আহত হয় মীম নামে আরেক স্কুলছাত্রী। তাকে মাদারীপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। তারা দুই জনই কর্নপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ও কর্নপাড়া গ্রামের বাসিন্দা।

মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) উত্তম প্রসাদ পাঠক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ কে এম নাসিরুল হক/আরএ/জেআইএম

আরও পড়ুন