ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

চট্টগ্রামে সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রী দগ্ধ

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | প্রকাশিত: ০৪:৫৮ পিএম, ২০ আগস্ট ২০১৮

চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে ঘটা অগ্নিকাণ্ডে স্বামী-স্ত্রী দগ্ধ হয়েছেন। সোমবার (২০ আগস্ট) বেলা পৌনে ১১টার দিকে পৌরসভার পশ্চিম কধুরখীল বড়ুয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- গৃহকর্তা মানু বড়ুয়া (৫৫) ও তার স্ত্রী অপরা বড়ুয়া (৪০)। বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মো. শামিমুজ্জমান জাগো নিউজকে বলেন, পশ্চিম কধুরখীল বড়ুয়া পাড়ার রানী ভবনের ৩য় তলার একটি ভাড়া বাসার রান্না ঘরের গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়।

ctg

খবর পেয়ে বোয়ালখালী ফায়ার সার্ভিসের একটি গাড়ি আধ ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও বলেন, আগুনে গৃহকর্তা মানু বড়ুয়া ও তার স্ত্রী অপরা বড়ুয়ার শরীরের বেশ কিছু অংশ দগ্ধ হয়েছে। তাদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

এমআরএম/এমএস

আরও পড়ুন