ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রাজাবাবুকে শেষবার দেখতে উৎসুক জনতার ভিড়

জেলা প্রতিনিধি | সুনামগঞ্জ | প্রকাশিত: ০৬:০১ পিএম, ২৩ আগস্ট ২০১৮

দেশের সবচেয়ে বড় গরু মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ‘রাজাবাবু’ গরুটির কোরবানি দেয়া হয়েছে সুনামগঞ্জের ছাতক উপজেলায়।

বৃহস্পতিবার ঈদুল আজহার দ্বিতীয় দিন গরুটি কোরবানি দিয়েছেন উপজেলার সিংচাপইড় ইউনিয়নের সৈদেরগাঁও গ্রামের মুনসিফ আলী। রাজাবাবুকে শেষবার দেখতে আশপাশের গ্রামের উৎসুক মানুষ ভিড় জমান।

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দেলুয়া গ্রামের খামারি খাইরুল ইসলাম খান্নু মিয়ার হলস্টেইন ফ্রিজিয়ান জাতের এ গরুর উচ্চতা ৬ ফুট ৭ ইঞ্চি, বুকের মাপ ১০ ফুট, লম্বায় ৮ ফুট। আর ওজন ৫৫ মণ।

সিংচাপইড় ইউনিয়নের সৈদরগাওঁ গ্রামের শিল্পপতি গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান মুনসিফ আলী রাজাবাবুকে কিনেছেন সাড়ে ১৮ লাখ টাকায়।

সাটুরিয়া উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি ডা. সেলিম জাহান বলেন, গত মঙ্গলবার (২১ আগস্ট) সাড়ে ১৮ লাখ টাকায় গাবতলী পশুর হাটে রাজাবাবু বিক্রি হয়েছে। গরুর মালিক খাইরুল ইসলাম খান্নুর মেয়ে ইতি আক্তার মোবাইল ফোনে আমাকে বিষয়টি জানিয়েছেন।

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দেলুয়া গ্রামের খামারি খাইরুল ইসলাম খান্নু মিয়ার মেয়ে অতিযত্নে পালন করেছেন হলস্টেইন ফ্রিজিয়ান জাতের এ গরু।

এবারের কোরবানির ঈদে রাজাবাবু দেশের সবচেয়ে বড় আকারের ও বেশি ওজনের বলে দাবি করেন খান্নু মিয়া। তিনি বলেন, দুই বছর আগে সাভারের বারাহিরচর এলাকার কৃষক কুদ্দুস মুন্সীর কাছ থেকে চার লাখ ৮০ হাজার টাকা দিয়ে গরুটি কিনেছি আমি। মঙ্গলবার সাড়ে ১৮ লাখ টাকায় গাবতলী পশুর হাটে রাজাবাবুকে বিক্রি করেছি।

এএম/পিআর

আরও পড়ুন