শ্রীপুরে মোটরসাইকেল আরোহীকে ধাক্কা, প্রাইভেটকার ভস্মীভূত
গাজীপুরের শ্রীপুরে প্রাইভেটকার চাপায় মোটরসাইকেল আরোহী এক নারী আহত হওয়ার জেরে প্রাইভেটকার আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে উত্তেজিত জনতা।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর পৌর এলাকার আসপাডা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় প্রাইভেটকার চালককে আটক করেছে পুলিশ।
আটক প্রাইভেটকার চালক আল মাহমুদ (২৯) জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার মাদরাসাপাড়ার গোলাম মোস্তফার ছেলে।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসেন জানান, মহাসড়কের আসপাডা মোড় এলাকায় ঢাকাগামী একটি প্রাইভেটকার একটি মোটরসাইকেলকে চাপা দিলে এর আরোহী এক নারী গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা উত্তেজিত হয়ে প্রাইভেটকারে আগুন ধরিয়ে দিলে গাড়িটি ভস্মীভূত হয়।
গুরুতর আহত ওই নারীকে প্রথমে মাওনা চৌরাস্তার একে মেমোরিয়াল হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শিহাব খান/বিএ
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ প্রচারণায় প্লাস্টিক সামগ্রী ব্যবহার, জামায়াত প্রার্থীকে শোকজ
- ২ শুধু সৎ ও যোগ্য লোক দিয়ে সরকার চলে না: জামায়াত প্রার্থী
- ৩ পদত্যাগ করে নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করলেন ৪ বিএনপি নেতা
- ৪ ভোজের আয়োজন করায় বিএনপি প্রার্থী ও জামায়াত কর্মীদের জরিমানা
- ৫ পঞ্চগড়ে পক্ষপাতের অভিযোগে রিটার্নিং অফিসারের কার্যালয় ঘেরাও