ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বিবাহিতদের কাছে হারলেন অবিবাহিতরা

জেলা প্রতিনিধি | মাদারীপুর | প্রকাশিত: ০৩:২২ পিএম, ২৪ আগস্ট ২০১৮

এখনো গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলা দেখতে উপচেপড়ে মানুষ। গ্রামীণ ঐতিহ্যের মাধ্যমে উৎসবমুখর পরিবেশে নির্মল আনন্দ খুঁজে পাওয়ার চেষ্টা করে তারা।

শুক্রবার তারই প্রমাণ পাওয়া গেলো মাদারীপুর সদর উপজেলার ১১৭নং এইচটি আদিত্যপুর সরকারি বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হাডুডু খেলায়।

গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে এবং ঈদের আনন্দ আরও বাড়িয়ে দিতে এ হাডুডু খেলার আয়োজন করেন মাদারীপুর শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের (গ্রিস শাখা) সাধারণ সম্পাদক আতিক খান।

madaripur-(2)

সদর উপজেলার ১১৭নং এইচটি আদিত্যপুর সরকারি বিদ্যালয়ের মাঠে ঈদের তৃতীয়দিন শুক্রবার সকালে বিবাহিত ও অবিবাহিত দুটি দল নিয়ে হাডুডু খেলাটি অনুষ্ঠিত হয়।

নারী-পুরুষ, শিশু-কিশোরসহ হাজার হাজার দর্শক এ খেলা দেখার জন্য ভিড় করেন। ঘণ্টাব্যাপী খেলায় অবিবাহিত দলকে পরাজিত করে বিবাহিত দল জয়ী হন। এরপর বিজয়ী দলকে পুরস্কার দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন- কুনিয়া ইউনিয়েন সাবেক মেম্বার শাহাবদ্দিন হোসেন, বর্তমান মেম্বার জাহাঙ্গির হোসেন ও জুয়েল খান প্রমুখ।

এ কে এম নাসিরুল হক/এএম/পিআর

আরও পড়ুন