ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নিখোঁজের ২ দিন পর মগড়া নদীতে বৃদ্ধের মরদেহ

জেলা প্রতিনিধি | নেত্রকোনা | প্রকাশিত: ০৬:৪১ পিএম, ২৬ আগস্ট ২০১৮

নিখোঁজের ২ দিন পর নেত্রকোণার দেওপুর মগড়া নদী থেকে বৃদ্ধ আব্দুস সাত্তারের (৬০) ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরের দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গত শুক্রবার বিকেলে তিনি বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন।

নেত্রকোণা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ফকরুজ্জামান জুয়েল জানান, নেত্রকোণা সদর উপজেলার আমতলা ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের আব্দুস সাত্তার শুক্রবার বিকালে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরিবারের লোকজন ও আত্মীয় স্বজনরা অনেক খোঁজাখুজি করেও তার কোনো সন্ধান পায়নি। রোববার সকালে মগড়া নদীর দেওপুর ঘাট এলাকায় একটি মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে দুপুরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। এসময় খবর পেয়ে আব্দুস সাত্তারের পরিবারের লোকজন মরদেহটি দেখে সনাক্ত করেন।

পরে পুলিশ ময়না তদন্তের জন্য মরদেহ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।

কামাল হোসাইন/আরএ/পিআর

আরও পড়ুন