প্রকৃত মালিককে টাকাগুলো ফেরত দিয়ে আমি আনন্দিত
রাঙ্গামাটির ব্যস্ততম বাণিজ্য এলাকা বনরূপায় পৌরসভার পাবলিক টয়লেটে ফেলে যাওয়া এক লাখ ৩০ হাজার টাকা প্রকৃত মালিককে ফেরত দিয়েছেন টয়লেটের ইজারাদার আবু তাহের।
মঙ্গলবার সকালে স্থানীয় মুরগি ব্যবসায়ী টিপু একটি ব্যাগে কাগজে মোড়ানো এক লাখ ৩০ হাজার টাকাসহ পাবলিক টয়লেটে যান এবং সেখানে ভুলে তিনি ব্যাগটি ফেলে আসেন। প্রায় একঘণ্টা পর তিনি পুনরায় সেখানে গেলে টয়লেটের ইজারাদার আবু তাহের তাকে টাকার বান্ডিলসহ ব্যাগটি বুঝিয়ে দেন।
টাকা ফেরতা পাবার পর মো. টিপু বলেন, মানুষটি একজন সৎ লোক। তার সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয়। তিনি এ টাকা ফেরত দিয়ে আমার অনেক বড় উপকার করেছেন। তার কাছে আমি কৃতজ্ঞ। এ যুগে এমন কাজ কজন করে?
মো. আবু তাহের বলেন, ব্যবসায়ী টিপু আমার পরিচিত। তিনি সকালে টয়লেটে টাকাগুলো ফেলে যান। অনেকক্ষণ পরে আমি টয়লেটে গেলে সেগুলো দেখতে পাই। টিপুর পরে টয়লেটে আর কোনো লোক যায়নি। তাই আমি বুঝতে পারি টাকাগুলো সে ফেলে গিয়েছে। টাকাগুলো ফেরত দেয়ার জন্য আমি তাকে খোঁজাখুঁজি করি কিন্তু পাইনি। কিছুক্ষণ পরে সে আসলে আমি তাকে টাকাগুলো ফেরত দেই।
তিনি বলেন, আমি পরিশ্রম করে টাকা উপার্জন করি। যা উপার্জন হয় এতেই আমি সন্তুষ্ট। সৃষ্টিকর্তা আমাকে ও আমার পরিবারকে ভালোই রেখেছে। অন্যের সম্পদের প্রতি আমার লোভ নেই। তাই টাকার প্রকৃত মালিককে টাকাগুলো বুঝিয়ে দিতে পেরে আমি আনন্দিত।
এমএএস/এমএস