ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

আ.লীগে যোগ দিলেন বিএনপি-জাপার দুই শতাধিক নেতাকর্মী

জেলা প্রতিনিধি | নড়াইল | প্রকাশিত: ১২:০৬ পিএম, ৩০ আগস্ট ২০১৮

নড়াইলের লোহাগড়া উপজেলা বিএনপি ও জাতীয় পার্টির দুই শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন।

বৃহস্পতিবার সকালে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসের মাধ্যমে তারা আওয়ামী লীগে যোগদান করেন।

শহরের মহিষখোলার বাসার চেম্বারে লাহুড়িয়া ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, বিএনপি নেতা আব্দুল মান্নান, রফিকুল ইসলাম, মফিজুর রহমান, আব্দুল ওহাবসহ দুই শতাধিক জাতীয় পার্টি ও বিএনপির নেতা-কর্মীকে ফুল দিয়ে বরণ করে নেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সুবাস চন্দ্র বোস।

এ সময় জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বাবুল কুমার সাহা, কাজী ইসমাইল হোসেন লিটন, লাহুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান দাউদ হোসেন উপস্থিত ছিলেন।

হাফিজুল নিলু/এফএ/আরআইপি

আরও পড়ুন