বাবা তোমার মা-বোনকে দেখো, হয়তো আমি আর ফিরব না
জয়পুরহাটের সদরে আমগাছ থেকে সাইফুল ইসলাম (৪৪) নামে এক কলা ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার উপজেলার মোহাম্মদাবাদ ইউনিয়নের আউশগাড়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে সকাল ৯টার দিকে মোহাম্মদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমানের মোবাইল ফোনে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কলা ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর মর্গে পাঠায়।
বিষয়টি নিশ্চিত করে জয়পুরহাট থানা পুলিশের ওসি (তদন্ত) মো. মমিনুল হক বলেন, শুক্রবার রাত ৮টার দিকে আউশ গাড়া গ্রামের কলা ব্যবসায়ী সাইফুল ইসলাম বাড়ি এসে তার স্ত্রী এবং ছেলে ও মেয়েকে নিজ ঘরে ডেকে নেন।
২৩ বছর বয়সী ছেলের হাতে স্ত্রী ও মেয়ের হাত তুলে দিয়ে সাইফুল ইসলাম বলেন, ‘বাবা তুমি তোমার মা ও বোনকে দেখো। আমি বাইরে যাচ্ছি, হয়তো আর ফিরে আসব না’।
এরপর পরিবারের সদস্যদের ভালো থাকার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যান সাইফুল। অনেক রাত পর্যন্ত ফিরে না আসায় তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি।
ওসি আরও বলেন, শনিবার সকালে বাড়ি থেকে মাত্র ২০০ গজ দূরের একটি আমগাছে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হলেও বিষয়টি সম্পর্কে পুরোপুরি নিশ্চিত হতে ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এএম/জেআইএম