সাতক্ষীরায় ছাত্র শিবিরের সাবেক সভাপতি আটক
সাতক্ষীরার তালা উপজেলায় জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি খোরশেদ আলমকে (৩৩) আটক করেছে পুলিশ। তালা- পাটকেলঘাটা সড়কের ইসলামকাটি এলাকা থেকে রোববার রাতে তাকে আটক করা হয়।
আটক শিবির নেতা খোরশেদ ইসলামকাটি ইউনিয়নের সুজনশাহ গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
তালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল বলেন, রাতে ইসলামকাটি এলাকার ফাঁকা রাস্তায় টহলকালে খোরশেদ আলম পুলিশকে দেখে দৌঁড়ে পালানোর চেষ্টা করে। পুলিশ তাকে চ্যালেঞ্জ করে আটক করার পর তার ব্যাগ তল্লাশী করে একটি ওয়ানশুটার গান পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে খোরশেদ আলম জানিয়েছেন তিনি তালা উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও জেলা ছাত্র শিবিরের সাবেক সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
আকরামুল ইসলাম/আরএ/জেআইএম