নড়াইলে উত্ত্যক্তের প্রতিবাদ
নড়াইলে উত্ত্যক্তের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার শেখহাটি তপনবাগযুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক শক্তি প্রসাদ হালদার, সহকারী শিক্ষক আবু সাঈদ, সহকারী শিক্ষক হুমায়ুন বিশ্বাস, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য রুহুল আমিন, বিদ্যালয়ের শিক্ষার্থী তাহেরা ইসলাম ও অর্পিতা অধিকারী প্রমুখ। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থী-শিক্ষকসহ অভিভাবকরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তরা বলেন, স্থানীয় বখাটে পারভেজ ও হেলাল দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের ছাত্রীদের বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছে। পারভেজ ও হেলালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করছি আমরা। এ বিষয়ে পুলিশ ও জেলা প্রশাসনের সহযোগিতা কামনা করছি।
হাফিজুল নিলু/এএম/আরআইপি