ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পশ্চিমাঞ্চলের পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলীর ভাঙন পরিদর্শন

জেলা প্রতিনিধি | রাজবাড়ী | প্রকাশিত: ০২:০৩ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০১৮

রাজবাড়ীর সদর উপজেলা মিজানপুর ইউনিয়নের ধুনচী গোদার বাজার এলাকার পদ্মা নদীর তীর প্রতিরক্ষা বাঁধের প্রায় ১২০ মিটার ভাঙন এলাকা পরিদর্শন করেছেন ফরিদপুর পশ্চিমাঞ্চলের পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী একেএম ওয়াহিদ উদ্দিন চৌধুরী।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি গোদার বাজার এলাকা পরির্শন করেন। এ সময় তার সঙ্গে ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক মো. আব্দুল হেকিম, রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী প্রকাশ কৃ্ষ্ণ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

ফরিদপুর পশ্চিম অঞ্চলের পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী একেএম ওয়াহিদ উদ্দিন চৌধুরী জানান, গত ছয় বছর টিকে ছিলো নদীর প্রতিরক্ষা বাঁধ। গতকাল হঠাৎ ভাঙন শুরু হলে রাজবাড়ীর পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা বিষয়টি তাকে জানানা। জরুরী ভিত্তিতে ভাঙন রোধে বালু বস্তার ফেলার কাজ শুরু করা হয়েছে। নদীতে গতবছল বিআইডব্লিউটিএ থেকে ড্রেজিং করা হয়েছে, আর এ ভাঙন তার কারণ হতে পারে। এখন জরুরী ভিত্তিতে কাজ করা হচ্ছে এবং শুকনো মৌসুমে স্থায়ী কাজ করা হবে। গোদার বাজার এলাকার প্রায় ১০০ মিটার এলাকায় ভাঙন দেখা দিয়েছে।

স্থানীয়রা জানায় , মঙ্গলবার রাতে গোদার বাজার এলাকার অবকাশ কেন্দ্র বন্ধন সংলগ্ন পদ্মা নদীর তীর প্রতিরক্ষা বাঁধের প্রায় ১২০ মিটার এলাকা নদী গর্ভে বিলিন হয়ে গেছে। এতে হুমকির মুখে পড়েছে যশোর সেনানিবাসের ৫৫ পদাতিক ডিভিশন কর্তৃক নির্মিত অবকাশ কেন্দ্র বন্ধন ও এনজিএল ইট ভাটা। এছাড়া স্থানীয় এলাকাবাসীও ভাঙন আতঙ্কে রয়েছে। এর আগে চলতি মাসের ২৬ আগস্ট এনজিএল ইটভাটা সংলগ্ন এলাকায় একইভাবে নদীর তীর প্রতিরক্ষা বাঁধের প্রায় ৫০ মিটার এলাকা নদী গর্ভে বিলিন হয়ে যায়। ওই এলাকার ভাঙন রোধেও পানি উন্নয়ন বোর্ড কাজ শুরু করেছে।

রুবেলুর রহমান/আরএ/পিআর

আরও পড়ুন