ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মাশরাফির নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জেলা প্রতিনিধি | নড়াইল | প্রকাশিত: ১১:৫৮ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০১৮

‘নড়াইল হবে প্রজন্মের শ্রেষ্ঠ বাসযোগ্য স্থান’ স্লোগানকে সামনে রেখে ক্যাপ্টেন মাশরাফির গড়া নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গত বছরের এই দিনে মাশরাফির নেতৃত্বে ‘রান ফর নড়াইল’ ম্যারাথনের মাধ্যমে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে।

মঙ্গলবার বিকেল ৫টায় এ উপলক্ষে নড়াইল শহরে র‌্যালি, কেককাটা ও ফুটবল খেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে কেক কাটেন মাশরাফির মা হামিদা মর্তুজা বলাকা।

অনুষ্ঠানে শতাধিক স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকসহ নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের অন্যান্য নেতৃবৃন্দ অংশ নেন।

m

এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় লোহাগড়া উপজেলার জয়পুর ঈদগাহ মাঠ প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়।

নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন লোহাগড়ার শাখার আহ্বায়ক সাংবাদিক মারুফ সামদানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক এমদাদুল হক চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম, লোহাগড়া পৌর মেয়র আশরাফুল আলম, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম অনীক, ফাউন্ডেশনের অন্যতম সংগঠক মানবাধিকারকর্মী কাজী হাফিজুর রহমান, নোয়াগ্রাম ইউপির সাবেক চেয়ারম্যান ফয়জুল হক রোম প্রমুখ।

হাফিজুল নিলু/বিএ

আরও পড়ুন