ধুনটে বিএনপির ১৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বগুড়ার ধুনট উপজেলায় নাশকতার পরিকল্পনার অভিযোগে পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মন্ডল ও উপজেলা বিএনপির সদস্য সচিব শরাফত জামান পাশাসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের ১৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার দুপুরে ধুনট থানার এসআই শাহীন বাদী হয়ে এ মামলা করেছেন।
বগুড়ার ধুনট থানা পুলিশের ওসি (তদন্ত) ফারুকুল ইসলাম বলেন, শুক্রবার রাত ৯টায় নিমগাছী ইউনিয়নের সোনাহাটা বাজারের একটি মাদরাসার পাশে বিএনপির ২৫-৩০ জন নেতাকর্মী গোপন বৈঠকে নাশকতার পরিকল্পনা করছিল। সংবাদ পেয়ে সেখানে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে নেতাকর্মীরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে তিনটি ককটেল, কিছু লাঠিসোঁঠা ও ইটের টুকরা উদ্ধার করা হয়।
এ ঘটনা তদন্ত করে ধুনট থানা পুলিশের এসআই শাহীন বাদী হয়ে পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মন্ডল, উপজেলা বিএনপির সদস্য সচিব শরাফত জামান পাশা, যুগ্ম আহ্বায়ক গোসাইবাড়ী ইউপি চেয়ারম্যান মঈনুল হাসান মুকুল, পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম, উপজেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ আলী জন, সাধারণ সম্পাদক আবু তালহা শামীম, সাংগঠনিক সম্পাদক শাহাদত হোসেন, নিমাগাছী ইউনিয়ন বিএনপির সভাপতি মশিউর রহমান মোল্লা, সাধারণ সম্পাদক পটু মন্ডলসহ ১৮ জন এবং অজ্ঞাত ৮-১০ জনের বিরুদ্ধে মামলা করেন।
তবে পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মন্ডল অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ সরকার নীল নকশার নির্বাচন বাস্তবায়ন করতে পুলিশ বাহিনী দিয়ে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।
এদিকে, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে এক বিবৃতিতে নিন্দা জ্ঞাপন করেছেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ধুনট বিএনপির আহ্বায়ক তৌহিদুল আলম মামুন, যুগ্ম আহ্বায়ক হাতেমুজ্জামান তালুকদার, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোখফিজুর রহমান বাচ্চু ও সাংগঠনিক সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল প্রমুখ।
লিমন বাসার/এএম/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপিতে যোগদানের পর আ’লীগ নেতার বাড়িঘরে অগ্নিসংযোগ-লুটপাট
- ২ ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ধোঁয়া-ছাইয়ে বিপন্ন জনজীবন
- ৩ রামুতে ডাকাত শাহীনের সেকেন্ড ইন কমান্ডকে গুলি করে হত্যা
- ৪ প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের দিয়ে ‘ধানের শীষ’ স্লোগান, ভিডিও ভাইরাল
- ৫ তারেক রহমানের ফ্যামিলি কার্ড হবে মা-বোনদের অস্ত্র: মির্জা ফখরুল