ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

দিনাজপুর জেলা জামায়াতের আমির গ্রেফতার

জেলা প্রতিনিধি | দিনাজপুর | প্রকাশিত: ০৫:২০ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০১৮

দিনাজপুর জেলা জামায়াতের আমির আনওয়ারুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সোমবার সন্ধ্যা ৬টার দিকে হাকিমপুর উপজেলার হরিহরপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আনওয়ারুল ইসলাম বিরামপুর উপজেলার পৌর শহরের ৫নং ওয়ার্ডের ঘাটপাড়া গ্রামের মৃত কোবাজ উদ্দিন মন্ডলের ছেলে। তিনি সোমাবার হাকিমপুর উপজেলার হরিহরপুর বাজার এলাকায় জনৈক ব্যক্তির জানাযা নামাজে গিয়েছিলেন। জানাযা নামাজ ও দাফন কার্য শেষে ফেরার সময় পুলিশ তাকে গ্রেফতার করে।

হাকিমপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, দিনাজপুর জেলা জামায়াতের আমীর আনওয়ারুল ইসলামের বিরুদ্ধে নাশকতা মামলা ওযারেন্ট থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার তাকে কোর্টে চালান দেয়া হয়েছে।

এমদাদুল হক মিলন/আরএ/পিআর

আরও পড়ুন