ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মানিকগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

জেলা প্রতিনিধি | মানিকগঞ্জ | প্রকাশিত: ০৯:৫৩ এএম, ২২ সেপ্টেম্বর ২০১৮

মানিকগঞ্জে পোশাক কারখানার শ্রমিকবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন।

শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ভাটবাউর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গোলড়া হাইওয়ে পুলিশের এসআই জাহাঙ্গীর জানান, পোশাক শ্রমিকবোঝাই যোগাযোগ পরিবহনের বাসটি গোলড়ায় অবস্থিত তারাসিমা অ্যাপারলেস কারখানায় যাচ্ছিল। পথে ভাটবাউর এলাকায় একটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায় বাসটি। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী নিহত হন। আহত হন অন্তত ১৫ জন পোশাক শ্রমিক।

আহতদেরকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিক নিহতের পরিচয় জানা যায়নি।

বি.এম খোরশেদ/এফএ/এমএস

আরও পড়ুন