পাঁচবিবি উপজেলা চেয়ারম্যান কারাগারে
প্রতীকী ছবি
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মোস্তাফিজুর রহমানকে নাশকতা মামলার আসামি হিসেবে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বুধবার দুপুরে জয়পুরহাটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের আবেদন করলে বিচারক আব্দুল্লাহ আল আমীন ভূঁইয়া জামিন মঞ্জুর না করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জামায়াত নেতা মোস্তাফিজুর রহমান পাঁচবিবি উপজেলার পশ্চিম কড়িয়া গ্রামের আব্দুস ছালামের ছেলে।
পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল জানান, মোস্তাফিজুর রহমান একটি নাশকতার মামলায় হাইকোর্ট থেকে ৪ সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন।
মেয়াদ শেষে আজ (বুধবার) জয়পুরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের আবেদন করলে বিচারক তা মঞ্জুর না করে আদালতে পাঠানোর নির্দেশ দেন।
এমএএস/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কুমিল্লায় প্রতীক বরাদ্দের দিনই শোডাউন, প্রার্থীকে জরিমানা
- ২ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দিন মারা গেছেন
- ৩ শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে নোয়াখালীতে শিবিরের বিক্ষোভ
- ৪ ময়মনসিংহ বিএনপি-বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ-গুলি
- ৫ তারেক রহমানকে নিয়ে কটূক্তি করায় দিনাজপুরে যুবক গ্রেফতার