ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

একমাস পর নরসিংদীতে ডাকাতির মালামাল উদ্ধার

প্রকাশিত: ১২:৩৭ পিএম, ১২ আগস্ট ২০১৫

ডাকাতি হওয়ার এক মাস পর ৩৮২ কার্টুন ইউপিএস উদ্ধার এবং ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ২ ডাকাতকে গ্রেফতার করেছে নরসিংদী ডিবি পুলিশ।  

শিবপুর উপজেলার দুলালপুর গ্রামের জয়নাল মিয়ার ভাড়া করা গোডাউন থেকে এসব মালামাল উদ্ধার করা হয়।

পরে বুধবার দুপুর সাড়ে ৩টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের কাছে এসব তথ্য তুলে ধরেন পুলিশ সুপার আমেনা বেগম।

পুলিশ জানায়, গত ৯ জুলাই বিদেশ থেকে আমদানিকৃত কম্পিউটার ব্যবহার উপযোগী আনুমানিক ৬৫ লাখ টাকা মূল্যের ৫৬২ কার্টুন ইউপিএস ভর্তি কাভার্ডভ্যান চট্টগ্রাম বন্দর থেকে ঢাকা যাবার পথে একদল ডাকাত কভার্ডভ্যানের চালক ও হেলপারের হাত-পা বেঁধে রেখে মালামালসহ কাভার্ডভ্যানটি ছিনিয়ে নিয়ে যায়। এ ব্যাপারে ইউপিএস’র মালিক মো. আহসান হাবিব নরসিংদী মডেল থানায় একটি মামলা দায়ের করেন।  নরসিংদী পুলিশ সুপার আমেনা বেগমের নির্দেশে গত ২৯ জুলাই মামলার তদন্তভার ডিবি পুলিশের উপর ন্যস্ত করা হলে এসআই এমএ গাফ্ফারকে মামলাটি তদন্তের দায়িত্ব দেয়া হয়। অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হাসিবুল আলমের তত্ত্বাবধানে মামলার তদন্তকারী কর্মকর্তা দীর্ঘ তদন্ত শেষে বিভিন্ন কৌশল ও তথ্য প্রযুক্তির সহায়তায় অপরাধী চক্রকে সনাক্ত করেন এবং ধারাবাহিক পুলিশি অভিযান পরিচালনা করে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার উত্তরকামার পাড়া গ্রামের মৃত আব্দুল খালেকের পুত্র নাইম ওরফে কালু ডাকাত (৩২) ও টাংগাইল জেলার নাগরপুর উপজেলার সলিমাবাদ গ্রামের মৃত বিল­াল খানের ছেলে রিপন খানকে (২৭) গ্রেফতার করে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী গত ১১ আগস্ট রাতে শিবপুর উপজেলার দুলালপুর মোড়স্থ জয়নাল মিয়ার ভাড়াকরা গোডাউন হতে ৪৫ লক্ষ টাকা মূল্যের ৩৮২ কার্টুন ইউপিএস উদ্ধার করে।

বুধবার দুপুরে নরসিংদী পুলিশ সুপার সম্মেলন কক্ষে এক সংসবাদ সম্মেলনের মাধ্যমে পুলিশ সুপার আমেনা বেগম এ তথ্য জানান।

সঞ্জিত সাহা/এমএএস/এমআরআই