শরীয়তপুরে বিএনপির ২৯ নেতাকর্মী কারাগারে
শরীয়তপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষের ঘটনায় জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব মোর্শেদ টিপু ও জেলা যুবদলের সাবেক সভাপতি ইজাজুল ইসলাম মামুনসহ ২৯ জন নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
সোমবার দুপুর দেড়টার দিকে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নিজাম উদ্দিন এ আদেশ দেন। পরে তাদের শরীয়তপুর জেলা কারাগারে পাঠানো হয়।
প্রসঙ্গত, গত ১ সেপ্টেম্বর শনিবার শরীয়তপুর পৌর এলাকার ধানুকায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন কালুর বাস ভবনে বিএনপির ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান চলছিল । বেলা ১১টার দিকে স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা অনুষ্ঠানে হামলা চালায়। একপর্যায়ে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে যুবলীগ-ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষ বাধে। দুপুর ২টা পর্যন্ত দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়াসহ লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষ চলে। এতে দুইপক্ষের ২৫ নেতাকর্মী আহত হন। পরের দিন রোববার রাতে জেলা যুবলীগ নেতা মো. আমির আলী সরদার বাদী হয়ে পালং মডেল থানায় ৭৯ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
ছগির হোসেন/আরএআর/এমএস