ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

জাতীয় ঐক্যের ভবিষ্যৎ অন্ধকার : নৌমন্ত্রী

জেলা প্রতিনিধি | মাদারীপুর | প্রকাশিত: ০২:৪৮ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০১৮

জাতীয় ঐক্যের ভবিষ্যৎ অন্ধকার বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।

বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর সাংবাদিক কল্যাণ সমিতির নবগঠিত কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন।

এ সময় নৌমন্ত্রী বলেন, ঐক্যের একটি আদর্শিক ভিত্তি থাকতে হয়। কিন্তু জাতীয় ঐক্যের নেতাদের কোনো আদর্শিক ভিত্তি নেই। এই ঐক্য হলো জগাখিচুড়ি ধরনের ঐক্য। এই ঐক্যের ভবিষ্যৎ অন্ধকার। কতদিন এই ঐক্য থাকবে, সেই প্রশ্ন সবার মনে। একসময় তাদের নিজেদের মধ্যেও সুসর্ম্পক টিকবে না।

এছাড়া বিএনপি জাতীয় ঐক্যের নামে খালেজা জিয়ার মুক্তির ইস্যু খুঁজছে বলেও দাবি করেন মন্ত্রী।

এ সময় তিনি মাদারীপুর জেলা সাংবাদিক কল্যাণ সমিতির নবগঠিত সমিতির সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম, পুলিশ সুপার সুব্রত কুমার হালদার, মাদারীপুর জেলা সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি গোলাম মাওলা আকন্দ, সাধারণ সম্পাদক এম.আর মুর্তজাসহ সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী মাদারীপুর জেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন করেন।

নাসিরুল হক/এফএ/আরআইপি

আরও পড়ুন