ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

জেলা প্রতিনিধি | মানিকগঞ্জ | প্রকাশিত: ১১:০৫ এএম, ৩০ সেপ্টেম্বর ২০১৮

মানিকগঞ্জের পাটুরিয়া ফেরি ঘাট এলাকায় ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের আরও দুই যাত্রী। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।

রোববার সকাল ৯টার দিকে পাটুরিয়া ৩ নম্বর ফেরি ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট আমীর হোসন জানান, সকালে পণ্যবোঝাই ট্রাক পাটুরিয়া ফেরি ঘাটে যাওয়ার সময় মোটরসাইকেলটিকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। আহত হয়েছেন আরও দুইজন। তাৎক্ষণিকভাবে আহত ও নিহতদের পরিচয় জানা যায়নি।

ঘাতক ট্রাকটি আটক করেছে পুলিশ। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

বি.এম খোরশেদ/আরএ/এমএস

আরও পড়ুন