ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কলাবাগানে ভ্যান চালকের নিথর দেহ

জেলা প্রতিনিধি | নাটোর | প্রকাশিত: ০১:১৯ পিএম, ০২ অক্টোবর ২০১৮

নাটোরের নলডাঙ্গা উপজেলায় দুলাল চন্দ্র নামে এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার শাঁখারীপাড়া এলাকার কলা বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত দুলাল একই উপজেলার পূর্ব মাধনগর ইউনিয়নের নওপাড়া গ্রামে মৃত হারান চন্দ্রের ছেলে।

নলডাঙ্গা থানা পুণিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) উজ্জল হোসেন জানান, রোববার সন্ধ্যায় উপজেলার পূর্ব মাধনগর নওপাড়া গ্রামের দুলাল চন্দ্র ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর অনেক রাত পর্যন্ত তিনি আর বাড়ি ফিরেনি। এর মধ্যে পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুঁজি করেও পায়নি। মঙ্গলবার সকালে উপজেলার শাখারীপাড়া এলাকায় স্থানীয় লোকজন মাঠে কাজ করতে গেলে কলার বাগানে একটি মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নিহতের গলায় কাপর পেচানো ছিলো। পুলিশের ধারণা ভ্যান ছিনতাই করতেই তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

প্রসঙ্গত, এর আগে গত ২৩ সেপ্টেম্বর রোববার একইভাবে বাগাতিপাড়ার শালাইনগরে একটি ভ্যান ছিনতাই করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

রেজাউল করিম রেজা/আরএ/জেআইএম

আরও পড়ুন