ভাবিকে পুড়িয়ে হত্যায় দেবরের যাবজ্জীবন
শরীয়তপুরে ভাবিকে পুড়িয়ে হত্যা মামলায় দেবর জীবন কির্ত্তনিয়াকে (৩৫) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অপর দুই আসামি ঝর্ণা কির্ত্তনিয়া (৩০) ও প্রিয়াংকা কির্ত্তনিয়া (২২) দোষী প্রমাণ না হওয়ায় তাদের বেকসুর খালাস দিয়েছেন আদালত।
মঙ্গলবার শরীয়তপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যলের বিচারক সালাম খান এ রায় দেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ১৪ মে রিতা কির্ত্তনিয়াকে (২৩) তার দেবর জীবন কির্ত্তনিয়া কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেন। জীবন বাঁচাতে রিতা পাশের পুকুরে ঝাঁপ দেন। প্রতিবেশীরা পুকুর থেকে তাকে উদ্ধার করে প্রথমে ভেদরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শরীয়তপুর সদর হাসপাতালে রেফার্ড করেন।
পরে সদর হাসপাতালের চিকিৎসকরা তাৎক্ষণিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। একই বছর ২০ মে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় রিতা মৃত্যুবরণ করেন।
ঘটনার পরদিন ১৫ মে নিহতের বড় ভাই নারায়ণ চন্দ্র মন্ডল (৪৪) বাদী হয়ে ভেদরগঞ্জ থানায় চারজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। একই বছর মামলার তদন্তকারী কর্মকর্তা জীবন কির্ত্তনিয়া, ঝর্ণা কির্ত্তনিয়া ও প্রিয়াংকা কির্ত্তনিয়াকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
পাঁচ বছরে ১০ জনের সাক্ষ্যপ্রমাণের পর জীবন কির্ত্তনিয়া দোষী প্রমাণ হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন আদালতের বিচারক।
মো. ছগির হোসেন/বিএ