চাঁপাইনবাবগঞ্জে নৌকাডুবি, নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুরে পদ্মা নদীতে মঙ্গলবার বিকেলে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ শিশু নাইমের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের হড়মা এলাকা থেকে স্থানীয়রা শিশুটির মরদেহ উদ্ধার করে।
নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দীন হুদা বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত শিশু নাইম নারায়নপুর গ্রামের ৩২ রশিয়া গ্রামের মেসের আলীর ছেলে।
এদিকে দুর্ঘটনার স্থান থেকে মরদেহ উদ্ধারের স্থানটির দূরত্ব প্রায় ২৫ কিলোমিটার বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, মঙ্গলবার বিকেল ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়নপুর ধুলাউড়ি ঘাট হতে একটি নৌকা সুন্দরপুর ইউনিয়নের ৭নং বাঁধের দিকে যাচ্ছিল। নৌকাটি ছেড়ে কিছুদূর যাওয়া মাত্রই ডুবে যায়। এসময় নৌকার যাত্রীরা সাঁতার কেটে তীরে উঠতে পারলেও শিশু নাইম (৩) ডুবে যায়। নৌকাটিতে প্রায় ৪০-৫০ জন যাত্রী ছিলো।
মোহা. আব্দুল্লাহ/আরএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ২ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৩ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৪ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি
- ৫ মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ